তিন মাসের নবাজাতক ও যৌতুকের দ্বন্ধে মুলাদীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ: অক্টোবর ১৭, ২০২০ | ১:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।। মুলাদীতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ।ঘটনার বিবরন ও নিহতের পিতার সূত্রে জানা যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের গলই ভাঙ্গা গ্রামের মিন্টু প্যাদার কন্যা মনি বেগম (২৪) কে ১৫ অক্টোবর বৃহস্পতিবার মাগরিব বাদ তার নানা বাড়ী উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর গ্রামের বসত ঘর থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের পিতা জানান নিহত মনি বেগমের সাথে চরকালেখান ইউনিয়নের হাফেজ ফরিদ উদ্দিন আকনের পুত্র রাজ্জাক আকন, শ্বাশুরী শিল্পি বেগম ও শ্বশুর বাড়ীর লোকজনের সাথে দীঘদিন যাবৎ কলহ চলছিল । সবশেষ গত কয়েকদিন আগে তার মেয়ের বাসা নারায়ন গঞ্জের ফতুল্লায় গিয়ে শ্বাশুরী ও মেয়ের জামাই ৩ মাসের পালিত ছেলেকে রেখে মারঘর করে ঘর থেকে বের করে দেয়। তারা বলে বাবার বাড়ী থেকে টাকা পয়সা যৌতুক নিয়ে আসতে। কিন্তু আমার মেয়ে লজ্জায় বাড়ীতে না এসে তার নানা বাড়ীতে উঠে গত ১৫ অক্টোবর বিকালের দিগে মোবাইল ফোনে জামাইয়ের সাথে ঝগড়া ঝাটি করে এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানান। মেয়ের ছেলেকে রেখে দেওয়ায় সে খুবেই টেনশনে ছিল। তার স্বশুর বাড়ীর লোকজনের কারনেই আমার মেয়ের এই অবস্থা হয়েছে। তিনি জানান আমার কন্যাকে একাধিক বার যৌতুক ও ছেলে/মেয়ে না হওয়ার কারনে শারিরীক ও মানুষিক ভাবে নিযাতন করছে। যাহা এলাকার অনেকই জানে। আমি এ ঘটনায় তাদের বিচার প্রার্থনা করছি। নিহতের নানু জানান মনিকে মাগরিবে নামাজের জন্য ওযু করতে ডাকলে সে জানায় একটু পরে আসছি। নিহতের নানু ওযু করে নামাজ আদায় করে তার নাতনী মনি বেগম কে ডাকাডাঁকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে বাড়ীর লোকজন ডেকে রুমের ভিতরে মনি বেগম কে গলায় ওড়ানা দিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে ।নিহতের সংবাদ পেয়ের তার স্বশুর বাড়ীর লোকজন গাঁ ঢাকা দিয়েছে তাদের সাথে যোগযোগ করা চেষ্টা করলে পাওয়া যায়নি। মুলাদী থানা পুলিশ সংবাদ পেয়ে এস আই খলিলুর রহমান সংঙ্গীয় পুলিশ ফোর্স গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল করেন ।গতকাল লাশটি ময়না তদন্ত করে পরিবারে কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিবে বলেন জানিয়েছে তার পিতার মিন্টু প্যাদা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host