মির্জাগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং এর গণসচেতনতা মুলক সমাবেশ

প্রকাশের তারিখ: অক্টোবর ১৭, ২০২০ | ১১:৪৯ অপরাহ্ণ

মোঃগোলাম সরোয়ার মনজু।

আজ শনিবার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় জেলা পুলিশের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৭টি বিট পুলিশিং সমাবেশের আয়োজন করেন। বিট নং ৪ মির্জাগঞ্জ থানার তত্ত্বাবধানে অনুষ্ঠান গুলো পরিচালিত হয়। প্রধান বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয় সুবিদখালী র,ই, পাইলট মাধ্যমিক বিদ্যালয় হল রুমে।বাকি ৬ ইউনিয়নে ৬টি বিট পুলিশং সমাবেশ হয়। আজকের সমাবেশের প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল ”নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি”।
সুবিদখালী র,ই,পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম,আর,সওকত আনোয়ার ইসলাম। প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকি।বিশেষ অতিথি যারা উপস্থিত ছিলেন তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গাজী আতাহার উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব জষিম উদ্দিন জুয়েল ব্যাপারী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব ইসমাইল হোসেন মৃধা,উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ বারেক সিকদার।উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক জনাব জষিম উদ্দিন সবুজ মৃধা।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী, অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
উক্ত সভায় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন ধর্ষণ ও নির্যাতন বন্ধে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে নারীদের উদ্দেশ্যে বলেন “ভয় পাবেন না লম্পট দের শক্ত হাতে দমন করতে হবে আমরা আপনাদের পাশে আছি”।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host