আমতলীতে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার!

প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২০ | ১০:৪৯ অপরাহ্ণ

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ওই গ্রামের একটি ডোবা থেকে আনোয়ারা বিবি (৭৫) নামে এক বিধবা বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজ (রবিবার) থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া গ্রামের বাসিন্ধা হাফেজ মিয়া স্ত্রীর, তিন মেয়ে ও এক পুত্র সন্তান রেখে গত ১০ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। এদের মধ্যে একমাত্র পুত্র জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে রিক্সা চালায় ও দুই কন্যা বাসা বাড়ীতে কাজকর্ম করেন। স্বামী মারা যাওয়ার পরে বৃদ্ধা স্ত্রী আনোয়ারা বিবি তার বড় মেয়ে পরী বানু (৫৫) বাড়ীতে বসবাস শুরু করেন। মেয়ে পরীবানুও ভিক্ষা করে তার সংসার চালায়। মেয়ে পরীবানুর বসত ঘরের পিছনের বারান্দায় বৃদ্ধা মা আনোয়ারা বিবি ঘুমাতো। ইতিপূর্বে একাধিকবার বৃদ্ধা মা কাউকে কিছু না বলে বাড়ী থেকে অজ্ঞাত স্থানে চলে গিয়ে আবার কিছুদিন পরে বাড়ী ফিরে আসতো।

গতকাল শনিবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে মেয়ে পরীবানু প্রাকৃতিক ডাকে সারাদিয়ে ঘুম থেকে উঠে বাথরুমে যেতে গিয়ে দেখে তার বৃদ্ধা মা আনোয়ারা বেগম ঘরে নেই। রাতে ঘরের মধ্যে ও বাড়ীর আসে পাশে খুজে কোথাও না পেয়ে আজ (রবিবার) সকালে স্বজনরা ও স্থানীয়রা বাড়ী থেকে ২০০ গজ দূরে রাস্তার পাশের একটি ডোবায় পানির মধ্যে বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে আমতলী থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে।

মেয়ে পরীবানু কান্না কণ্ঠে জানায়, গভীর রাতে প্রাকৃতিক ডাকে সারাদিয়ে বাথরুমে যেতে ঘুম থেকে উঠে দেখি আমার বৃদ্ধা মা ঘরে নেই। সকালে তাকে খুজতে গিয়ে দেখি বাড়ী যাওয়ার রাস্তার পাশের একটি ডোবার পানির মধ্যে তার মরদেহ পরে রয়েছে।

এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশটির ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host