বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পটুয়াখালীর দখিনের কবিয়াল বঙ্গবন্ধুর স্মরনে ম্যাগাজিন প্রকাশ

প্রকাশের তারিখ: অক্টোবর ২০, ২০২০ | ৬:০২ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশতবার্ষিকীতে দখিনের কবিয়াল বঙ্গবন্ধু স্মরনে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে।
২০ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় সরকারি গ্রণস্থাগারে দখিনের কবিয়াল বঙ্গবন্ধু স্মরনে ম্যাগাজিন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর ড. মোঃ হারুনর রশীদ। দখিনের কবিয়াল সভাপতি জাহাঙ্গীর হেসাইন মানিক এর সঞ্চালনায় ও সাংস্কৃতিক কর্মী কাজী দেলোয়র হোসেন দিলিপ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নন, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়রম্যান এ্যাড. গোলাম সরোয়ার, ।
দখিনের কবিয়াল বঙ্গবন্ধু স্মরনে ম্যাগাজিন প্রকাশ অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের, সিনিয়র ডেপুটি রেজিস্টার আমিনুল ইসলাম টিটু ,এনএনআই উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, শিশু সুরক্ষা অধিকার কমিটির সভাপতি স.ম.দেলওয়ার হোসেন দিলিপ,মুক্তিযোদ্ধা সন্তান ও, সরকারি গ্রণস্থাগারের সহকারী লাইব্রেরিয়ার মারুফা আক্তারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host