নলছিটিতে বিয়ের কাজীর বিরুদ্ধে সরকারি কালভার্টের মালামাল আত্মসাতের অভিযোগ

প্রকাশের তারিখ: অক্টোবর ২০, ২০২০ | ৮:৪০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে মো. শহিদুল ইসলাম নামে এক বিয়ের কাজীর বিরুদ্ধে ভাঙা কালভার্টের মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. বারেক মাস্টারের ভাই বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি উপজেলার ফুলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি সরকারি কালভার্ট ভেঙে খালে পড়ে যায়। পরবর্তীতে মো. শহিদুল ইসলাম সরকারি বিধি-বিধান অনুসরণ না করে ভাঙা কালভার্টের ইটসহ  যাবতীয় মালামাল খাল থেকে উপরে তোলেন। মূল্যবান মালামাল তালিকা না করেই সুযোগ বুঝে ভ্যানগাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যান।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, কর্তৃপক্ষকে না জানিয়ে তার ভাইয়ের ক্ষমতার দাপট দেখিয়ে শহিদুল ইসলাম কাজী সরকারি কালভার্টের মালামাল আত্মসাৎ করেছেন।
সরেজমিনে গিয়েও এর সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে, ভাঙা কালভার্টের  মালামাল শহিদুল ইসলাম কাজীর ছেলে এক দিনমজুরের সহযোগিতায় ভ্যানগাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে শহিদুল ইসলাম কাজী বলেন, সরকারি কালভার্ট  ভেঙে খালে পড়ে ছিল। ভাঙা কালভার্টের মালামাল অন্য মানুষ নিয়ে যাবে ভেবে লেবারের মাধ্যমে খাল থেকে তুলে আমার বাড়িতে নিয়ে রেখেছি। প্রয়োজন পড়লে সব মালামাল ফেরত দিয়ে দেয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host