করোনাকালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে জনগণ : এমপি শাওন

প্রকাশের তারিখ: অক্টোবর ২০, ২০২০ | ৯:৪৫ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি :: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন জনগণের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছেন। ফলে সারাদেশের জনগণ সহজে করোনাকালীন চিকিৎসাসেবা পাচ্ছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি।

নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আগে যেমন আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকব।

লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামি চক্ষু ইনস্টিটিউটের চিকিৎসক শামীম আহমেদ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host