রাঙ্গাবালীতে ঢেউয়ের তোড়ে ডুবে গেল স্পিডবোট, নিখোঁজ ৫

প্রকাশের তারিখ: অক্টোবর ২২, ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঢেউয়ের তোড়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এতে পাঁচজন যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা মো. রিয়াদ বলেন, বিকেলে রাঙ্গাবালী কোরালিয়া ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট গলাচিপার পানপট্রি ঘাটের উদ্দেশ্য ছেড়ে যায়। পথে চরের কাছে পৌঁছালে আগুনমুখা নদীর ঢেউয়ের তোড়ে স্পিডবোটটি ডুবে যায়। এতে ১৩ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host