ঘূর্ণিঝড় গতি মোকাবেলায় পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: অক্টোবর ২২, ২০২০ | ৮:৪১ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ ঘূর্ণিঝড় গতি মোকাবেলায় পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টায় জেলা প্রশাসক দরকার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ঘূর্ণিঝড় গতি মোকাবেলায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জি এম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ বিল্লালহোসেন, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড্যাঃ গোলাম সারোয়ার ও প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল । এ ছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট,ফায়ারসার্ভিস, সাংবাদিক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন পেশার লোকজন।
ঘূর্ণিঝড় গতি মোকাবেলায় সর্বাতক শর্তকতা অবলম্বন এর করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। যাতে করে কোন ধরনের প্রানহানি না ঘটে। বিগত ঘূর্ণিঝড় গুলো যে ভাবে মোকাবেলা করা হয়েছে তারই আলোকে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করা হবে। বঙ্গবসাগরে ৪ নং বিপদ সংকেত দেয়া হয়েছে এবং এর সাথে সাথে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host