ভোলায় টানা বৃষ্টিপাতে বিপাকে শ্রমজীবী মানুষ

প্রকাশের তারিখ: অক্টোবর ২৩, ২০২০ | ৬:০৮ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি :: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে গতকাল থেকে ভোলায় একটানা বৃষ্টিপাতের পাশাপাশি বৈরী আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে শহরের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। লাগাতার বৃষ্টিতে লোকজন ঘর থেকে বের হতে না পারায় রাস্তাঘাট দোকানপাট খালি অবস্থায় রয়েছে। বিপাকে পড়েছে শহরে চলাচল করা অফিসগামী ও খেটে খাওয়া সাধারণ মানুষ।

ভোলা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভোলায় ১২৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৫ কিলোমিটার।

এদিকে টানা বৃষ্টির কারণে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপে পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মণ্ডপগুলোতে দর্শনার্থী নেই বললেই চলে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা থেকে বরিশাল, লক্ষ্মীপুরসহ সকল রুটের লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারি পরিচালক কামরুজ্জামান।

এছাড়া দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host