মঠবাড়িয়ায় অর্থের বিনিময়ে দাখিল মাদ্রাসায় আয়া ও নিরাপত্তাকর্মী নিয়োগে পায়তারার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ: অক্টোবর ২৪, ২০২০ | ৮:১০ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার চিত্রা পাতাকাটা আঙ্গুলকাটা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সভাপতি ও সুপার কর্তৃক আয়া ও নিরাপত্তাকর্মী মোটা অংকের অর্থের বিনিময় নিয়োগে পায়তারার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (২৪ অক্টোবর) সকালে মাদ্রাসা সম্মুখ সড়কে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রায় দুই শতাধিক গ্রামবাসী অংশ গ্রহণ করেন। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর ও সুপার আবু ছালেহ এর নিয়োগ বাণিজ্য বন্ধর্পূবক সচ্ছভাবে আয়া ও নিরাপত্তাকর্মী নিয়োগের দাবী জানিয়ে বক্তব্য রাখনে সমাজ সবেক মাসুম বিল্লাহ, শাহিন হাওলাদার, মোশারেফ হোসেন খান ও অবসরপ্রাপ্ত শিক্ষক আমির হোসেন প্রমুখ। পরে এলাকাবাসী পাতাকাটা-সাফা সড়কে বিক্ষোভ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host