শিক্ষার্থীদেরকে বিনাখরচে কম্পিউটার প্রশিক্ষণ দিবে ‘সাউথ মিডিয়া সেন্টার’

প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০২০ | ১২:১৭ পূর্বাহ্ণ

জুবায়ের আল মামুন ॥
দৈনিক দখিনের সময়-এর সহযোগী প্রতিষ্ঠান সাউথ মিডিয়া সেন্টারের রায়পাশা কেন্দ্রের কার্যক্রম বিষয়ে শনিবার(২৪ অক্টোবর)সংক্ষিপ্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বিলামেরপুল এলাকায় রায়পাশা স্কুল সড়কে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার ও সমাজ সেবক খোকন মোল্লা।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়, আগামী শনিবার ৩১ অক্টোবর সাউথ মিডিয়া সেন্টারের রায়পাশা কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ কেন্দ্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বিনাখরচে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।
দৈনিক দখিনের সময়-এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, মহতী এই উদ্যোগের ফলে এলাকার যুবক শ্রেনী উপকৃত হবে। বক্তারা আরো বলেন, দৈনিক দখিনের সময়-এর এই উদ্যোগের ফলে যুবসমাজ অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। এই প্রশিক্ষণের ফলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। যা বর্তমান আইটি নির্ভর লেখাপড়া ও ভবিষ্যতে কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host