নাগরপুরে গণহত্যা দিবস পালিত

প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০২০ | ৭:৩৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলার বনগ্রাম গণকবরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বনগ্রাম গণকবরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেনসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে গয়হাটা ইউনিয়নে যমুনা নদীর শাখা নদী ধলেশ্বরীর পাড়ে গ্রামটির অবস্থান। ১৯৭১ সালে ২৫ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুরের এই গ্রামটিতে ব্যাপক ধ্বংস যজ্ঞ ও গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী।
এসময় ৫৭ জনকে হত্যা এবং ১২৯টি বাড়িতে অগ্নি সংযোগ করা হয়। পরে তাদের একসাথে মাটি চাপা দেওয়া হয়। স্বাধীনতার পরে ওই স্থানটিকে বনগ্রাম গণকবর হিসেবে নামকরণ করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host