দাদার গ্ৰামে গিয়ে ভোট চাইলেন প্রকৌশলী তানভীর শাকিল জয়

প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০২০ | ৯:৩৬ অপরাহ্ণ

সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মভূমি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইলেন নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়।
একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে গত
(২৫ অক্টোবর) রোববার রতনকান্দি এবং বাগবাটি ইউনিয়নে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে ভোট প্রার্থনা করেন ।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর শহীদ এম মনসুর আলী এবং আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের সমন্ময়ক প্রয়াত মোহাম্মাদ নাসিমের রুহের মাগফিরাত কামনা ও স্মৃতিচারণ করেন ।

পরিবারের পূর্ব পুরুষদের মতো জনমানুষের সেবায় আজীবন নিবেদিত থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন সফল করতে কাজিপুর বাসীর সহায়তা চাই। কাজিপুরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে প্রয়াত নেতার স্মৃতির প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host