উজিরপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিআইজি শফিকুল ইসলাম

প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০২০ | ৯:৪১ অপরাহ্ণ
উজিরপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিআইজি শফিকুল ইসলাম

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম (বিপিএম বার পিপিএম) হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উজিরপুরের তাঁরাবাড়ি দূর্গা মন্দির ও উজিরপুর কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় বলেন এ বছরের অসুর হচ্ছে মহামারী করোনা। একে বধ করাই আমাদের দায়িত্ব। ধর্ম যার যার উৎসব সবার। মহামারী করোনার কারণে মুসলমানরাও তাদের ধর্মীয় অনুষ্ঠান সীমিত করতে বাধ্য হয়েছে। মানুষ বেঁচে থাকলে ধর্মকর্ম থেকে শুরু করে সবই করা সম্ভব, তাই করোনার যুদ্ধে সবাইকে বিজয়ী হতে হবে। পূজা মন্ডপ পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাইমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল)মোঃ জাফর আহম্মেদ, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এ্যাডঃ এস.এম ইকবাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, ওসি(তদন্ত) মাহাবুবুর রহমান, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, তাঁরাবাড়ি মন্দির কমিটির সভাপতি অমল দাশগুপ্ত, সম্পাদক দেবাশীষ দাস, শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান কালাম সরদার, উজিরপুর কেন্দ্রীয় পূজা কমিটির সভাপতি বরুণ কুমার মিত্র, সম্পাদক সহদেব কুমার দাস, বাজার কমিটির সভাপতি সামসুল হক সিকদার, সম্পাদক ইকবাল হোসেন বালী, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী প্রমূখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host