বানারীপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী উজিরপুরে গ্রেফতার

প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০২০ | ৯:৫৮ অপরাহ্ণ

উজিরপুর প্রতিনিধি ঃ
বানারীপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম সোহাগকে ২৮ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ, থানায় মামলা দায়ের। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় গুঠিয়া ইউনিয়নের হানুয়া এলাকার দাসেরহাট সংলগ্ন রাসেল উদ্দিন রয়েলের সিমেন্টের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে বানারীপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে তরিকুল ইসলাম সোহাগ (২৭) কে তল্লাশি চালিয়ে ২৮পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ সময় উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রদী গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মনির হোসেন হাওলাদার(৪২)পালিয়ে যায়। এ ঘটনায় এস.আই নিজাম উদ্দিন ওই দিন উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ৩০ নং একটি মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তরিকুলকে জেল হাজতে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে আরো জানা যায়, তরিকুল ও মনির দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছে তরিকুল ইসলাম সোহাগ মাদক ব্যবসা, জুয়াসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host