‘হাতে লয়ে প্রেমের পুতুল’ চাঁদ রাতে লাইভ শো করবেন মমতাজ

প্রকাশের তারিখ: মে ২২, ২০২০ | ৭:৫২ অপরাহ্ণ

এ আল মামুন, বিনোদন প্রতিবেদক: বিগত বেশ কয়েক বছর যাবত একটি স্যাটেলাইট চ্যানেলে বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম ঈদের আগেরদিন রাতে অর্থাৎ চাঁদ রাতে শ্রোতা দর্শককে সরাসরি গান শুনিয়ে আসছেন। কয়েকবছরের সেই ধারাবাহিকতা থেকে বাংলাদেশে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতেও সরাসরি গান শোনানো থেকে পিছিয়ে থাকেননি মমতাজ। তিনি নিশ্চিত করেছেন এবারের রোজার ঈদেও চাঁদ রাতে ইফতারির পর বাংলাভিশনের পর্দায় সরাসরি স্টুডিও থেকে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এবারের সরাসরি পর্বের নাম রাখা হয়েছে ‘হাতে লয়ে প্রেমের পুতুল’। এবারের সরাসরি সঙ্গীতানুষ্ঠান প্রসঙ্গে মমতাজ বেগম বলেন,‘ করোনার এই সময়কালে আমার অনেকব পুরোনো অ্যালবামের গান নতুন করে শোনার সুযোগ হয়েছে। সত্যি বলতে কী সেসব গানও কখনো সরাসরি কোন অনুষ্ঠানে কিংবা স্টেজ শো’তে পরিবেশন করার সুযোগ হয়ে উঠেনি। সেখান থেকে কিছু গান এবারের চাঁদ রাতের শোতে গাইবো। এছাড়াও আধ্যাত্বিক গান, ভাব গানের পরিবেশনাতো থাকবেই। চাঁদ রাতে সরাসরি গান পরিবেশন করার পরিকল্পনাটা মূলত বাংলাভিশনেরই। তাদের আয়োজিত এই শো’টি দর্শকপ্রিয়তার পর বেশ কয়েকটি চ্যানেল আমাকে তাদের চ্যানেলে চাঁদ রাতে সঙ্গীত পরিবেশন করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমি তাদেরকে বিনয়ের সাথে না করে দিয়েছি। কারণ বাংলাভিশনের সাথে এই অনুষ্ঠানের কারণে আমার একটি চমৎকার সমন্বয় হয়েছে। তারা তাদের মতো করে আমাকে স্বাধীনতা দিয়ে আয়োজনটি সফল করার চেষ্টা করে। তাছাড়া এই অনুষ্ঠানটি এখন অনেক দর্শকপ্রিয় একটি অনুষ্ঠানও বটে। সারা বছর রোজার ঈদে, কোরবানীর ঈদে দর্শক এই অনুষ্ঠানটি দেখার জন্য অপেক্ষায় থাকেন।’ মমতাজ জানান তার মা উজালা বেগম মানিকগঞ্জে গ্রামের বাড়িতে রয়েছেন। সেখানেই তিনি ঈদের দিন সকালে তার সন্তানদের নিয়ে ঈদ উদযাপনের জন্য যাবেন। করোনার এই ক্রান্তিকালে মমতাজ সমাজের অসহায় ও সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজের ফাণ্ড থেকে সহযোগিতার হাত নিয়ে। তিনি আরো জানান গত ২০ মে তিনি তার সংসদীয় এলাকার বিভিন্ন ধরনের যানবাহনের ড্রাইভারদের মধ্যেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। গতকাল তিনি তার দলীয় নেতা কর্মীদের মধ্যেও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host