ফ্রান্সে মহানবী (সাঃ) কে ব্যাঙ্গচিএ ও কার্টুন প্রকাশের প্রতিবাদে বিক্ষেভ মিছিল

প্রকাশের তারিখ: অক্টোবর ২৯, ২০২০ | ১১:৩৯ অপরাহ্ণ

রাসেল কবির, কাজীরহাট
বরিশালের কাজীরহাটে বৃহস্পতিবার বাদ আছর নবী প্রেমিক মুসলিম তৌহিদি জনতা, বিক্ষোভ মিছিল করে করে মিছিলের শেষে প্রতিবাদ সভা করেছে। ফ্রান্সে মহানবী (সাঃ) কে ব্যাঙ্গচিএ ও কার্টুন প্রকাশের প্রতিবাদে। মিছিল কাজীরহাট কেন্দ্রিয় জামে মসজিদে আছর নামাজ শেষে মিছিল বের করে উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের রাস্তা প্রদক্ষিন হয়ে একতা কলেজ রাস্তা ব্রিজ হয়ে কাজীরহাট ব্রিজের উপর প্রতিবাদ সভা করেন। সভায় বক্ত্যবে বলেন ইসলামের দুসমনরা হুঁশিয়ার সাবধান। ফ্রান্সের সকল বৈদেশিক পন্য বাংলাদেশ থেকে নিষিদ্ব করা । ইসলাম নিয়ে বাজে মন্তব্যদের কাঠোর পদক্ষেপ নেওয়া ও ফাসিঁর দাবী জানিয়েছে। প্রতিবাদ সভায় যোগদান করে কাজীরহাট থানা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নবীপ্রেমিক মুসলিম তৌহিদি জনতা। বক্তব্য রাখেন কাজীরহাট কেন্দ্রিয় জামে সমজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, বিদ্যানন্দপুর এ ডি এম দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আবুল হোসেন, চরউদয়পুর জামে মসজিদের ইমান আবু হানিফ ও বিভিন্ন এলাকা থেকে আগত তৈহিদি জনতা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host