উজিরপুরে সমাজসেবা অধিদপ্তরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চেক প্রদান

প্রকাশের তারিখ: নভেম্বর ৯, ২০২০ | ৮:০৯ অপরাহ্ণ

নাজমুল হক মুন্না ::
উজিরপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সফটস্কীল প্রশিক্ষন প্রাপ্তদের মাঝে চেক বিতরন করা হয়। এ উপলক্ষে ৯ নভেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা পরিষদের জননন্দিত উপজেলা চেয়ারম্যান #আঃ মজিদ সিকদার (বাচ্চু)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,সীমা রানী শীল, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাবির আহম্মেদ, শূভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিতত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অশোক কুমার হাওলাদার,ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন,হরেন রায়, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার,সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। এসময় কামার, কুমার, নাপিত, মুচি,কাশারু,বাশবেত দিয়ে তৈরির কারিগরসহ ৬৭ জন সফটস্কীল প্রশিক্ষন প্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীকে জনপ্রতি ১৮ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ৬ হাজার টাকার কল্যান অনুদানের চেক প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host