পটুয়াখালীতে ইপিজেড স্থাপনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রকাশের তারিখ: নভেম্বর ১১, ২০২০ | ৫:২৮ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পটুয়াখালীর আউলিয়াপুরের পঁচাকোড়ালিয়া মৌজায়র রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেট) স্থাপনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বেলা ১২পটুয়াখালী জেলা প্রশাসকের কায়ালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রেশ করেন।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন পালনকালে বক্তব্য রখেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান মনি, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান শাহ আলম শরীফ, কৃষিবিদ ফরিদুজ্জামান খান, মনজুলুল আহসান, আবু বকর সিদ্দিক, মোঃ জাকির হোসেন, আঃ হক সরদার প্রমুখ।
বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম একটি সদর উপজেলার আউলিয়াপুরে ইপিজেড ¯’াপন। বর্তমানে জায়গা নির্বাচনসহ খাসজমি প্রাপ্যতা শর্তে আশপাশে জমি অধিগ্রহণ চলছে।সম্প্রতি এ নিয়ে একটি কুচক্রিমহল বিরোধীতা করছে বলে মানব বন্ধনে বক্তারা দাবী করেন। তাই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ও ¯’ানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পটুয়াখালীর আউলিয়াপুরের পঁচাকোড়ালিয়া মৌজায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেট) ¯’াপনের জন্য অতিদ্রুত ¯’ানীয় সকল পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host