সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীপ্রকৌশলী তানভীর শাকীল জয় ও বিএনপি দলীয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে প্রচারনা শুরু করেন।
এরা হচ্ছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী কাজিপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা।
নির্বাচন কমিশন সূত্রে জানাযায়, জেলার কাজিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন, সদর উপজেলার ৫টি ও একটি পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন। ১৭১টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ নাসিমের মৃত্যুর মধ্যে দিয়ে গত ১৩জুন কাজীপুর ১(সদর আংশিক) আসনটি শূন্য হয়।
সকাল ৯টা ০৪ মিনিট সময়ে ৫৩-নং বেড়িপোটল সঃ প্রাঃ বিঃ- ৩ নং ভোট কেন্দ্রে
প্রকৌশলী তানভীর শাকীল জয়
তার ভোট প্রদান করেন।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোবাক্ষারুল ইসলাম জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮০২ জন।
এবং নতুন ভোটারগন বিপুল উৎসাহে তাদের ভোট প্রদান করছে।
ভোট কেন্দ্রে নারী-পুরুষের উপস্থিতি ভাল বলে জানান।