উজিরপুরে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: নভেম্বর ১২, ২০২০ | ৬:০৮ অপরাহ্ণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ শাহাদাত হোসেন, ইউসুফ হোসেন, এ্যাডঃ শহিদুল ইসলাম, ছরোয়ার হোসেন, ডাঃ হরেন রায়, কাজী হুমায়ুন কবির, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রানী সম্পদ কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সভায় বক্তারা বলেন মহামারী করোনা ভাইরাসকে পুজি করে অনেক কর্মকর্তা কর্মচারী সঠিকভাবে অফিসে না এসে বিভিন্ন অজুহাত দিয়ে সরকারের উন্নয়ন মূলক কার্যক্রমকে বিঘিœত করছেন। তাদেরকে নিয়ম অনুযায়ী যথাযথভাবে কর্মস্থলে উপস্থিত থাকার পরামর্শ প্রদান করেন। এছাড়া আইন শৃঙ্খলার উপরে ব্যাপক আলোকপাত করা হয়। দেশের শীতের প্রকপ বাড়ার সাথে সাথে করোনা ভাইরাসের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধান করার প্রতি করাকরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host