বাবুগঞ্জ আওয়ামীলীগ নেতা দুলাল হাওলাদার এর দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

প্রকাশের তারিখ: নভেম্বর ১৪, ২০২০ | ৭:০৯ অপরাহ্ণ

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়ন এর সাবেক ইউপি মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ দুলাল হাওলাদার(৬০) ষ্ট্রোক করে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি—রাজিউন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর রহমতপুর বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী,১ ছেলে,১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।

যানাজা নামাজে উপস্থিত ছিলেন
অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ এম তছলিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ অধ্যক্ষ দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন,
উপজেলা বিএনপির সহ সভাপতি সামসুল আলম ফকির, মোস্তাফিজুর রহমান ফারুক,উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাম্মদ অাক্তারুজ্জামান মিলন, যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ করিম লাবু, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার মাহমুদ,সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়াও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি জানিয়েছেন –
বাবুগঞ্জ-মুলাদী আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু,সাবেক সাংসদ এ্যাড. শেখ মোঃটিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব,বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host