চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির বন ভোদর অবমুক্ত

প্রকাশের তারিখ: নভেম্বর ১৪, ২০২০ | ১১:৩৬ অপরাহ্ণ

চরফ্যাশন (ভোলা)সংবাদদাতা: বিলুপ্ত প্রজাতির একটি বন ভোদর অবমুক্ত করেছে চরফ্যাশন উপজেলা বন বিভাগ। শনিবার (১৪নভেম্বর) সকালে উপজেলার পর্যটন এলাকা ও বন্য প্রাণীর অভয়ারণ্য বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরির বনে অবমুক্ত করা হয় এ বন ভোদরটিকে। ভোদটির গায়ের রং ছিলো বাদামী কালো এবং ওজন ছিলো প্রায় ৩ কেজি। জানা গেছে,পৌরসভা ৮নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়ির পুকুরে মাছ শিকার করতে এসে পুকুরের জালে জড়িয়ে আটকা পড়ে বিলুপ্ত প্রজাতির এ বন ভোদর। পুকুর মালিক ভোদরটিকে একটি খাঁচায় বন্ধি করে রাখলে খবর পেয়ে চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শুক্রবার রাতে ভোদরটি উদ্ধার করেন। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন জানান,বিলুপ্ত প্রজাতির ভোদরটি উদ্ধার করে বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি ইউনিয়নের বনে অবমুক্ত করা হয়েছে। এসব ভোদর বা উদ বিড়াল এখন আর সচরাচর দেখা না গেলেও এরা সাধারণত নদী ও পুকুর জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। নদীতে ট্রলার ও ফিসিং বোটসহ মানুষের উৎপাত বেসি হওয়ায় ভোদরটি লোকালয়ে চলে এসছে বলে ধারনা করা হচ্ছে

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host