পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষনা, ২৮ ডিসেম্বর ভোট

প্রকাশের তারিখ: নভেম্বর ২২, ২০২০ | ৮:৩৮ অপরাহ্ণ

নাজমুল হক মুন্না :
আসছে ২৮ ডিসেম্বর সোমবার নির্বাচনের ভোটের দিন নির্ধারন করে প্রথম ধাপে ২৫টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে ২২ নভেম্বর রোববার বিকালে অনুষ্ঠানিক ভাবে এ তাফসিল ঘোষনা করেন ইলেকসন কমিসন (ইসি)র সিনিয়র সচিব মো: আলমগীর হোসেন ।

ঘোষিত ২৫ টি পৌরসভার মধ্যে বরিশাল জেলার উজিরপুর পৌরসভার নামও রয়েছে সব ক’টি পৌরসভার ভেটারদের ইভিএম মাধ্যমে ভেটাধিকার প্রয়োগ করতে হবে। ইলেকসন কমিসন ইসির সিনিয়র সচিব মো: আলমগীর হোসেন জানিয়েছেন, দলীয় প্রতিকে মেয়র প্রার্থীদের প্রতিদন্দিতা করতে হবে।

তাফসিল অনুযায়ী অনুযায়ী আগামী ১লা ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ৩ ডিসেম্বর মনেনয়নপত্র বাছাইয়ের ১০ডিসেম্বর প্রত্যারের শেষ দিন নির্ধরন করা হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট চলবে। উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলিম উদ্দিন নির্বাচনী তাফসিল ঘোষনার সত্যতা স্বীকার করেছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host