মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন – সংস্থা সমূহের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: নভেম্বর ২৩, ২০২০ | ১২:৩১ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী ও বরগুনা জেলার জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর – সংস্থা সমূহের কর্মকর্তাগন সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের আয়োজনে এবং মৎস্য অধিদপ্তর, প্রানী সম্পদ ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তর( গ্রেট-১) মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার সিকদার, মৎস্য অধিদপ্তর( গ্রেট-১) মহাপরিচালক কাজী সামস আফরোজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড, ইয়াহিয়া মামুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিএম সরফরাজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রানী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) মোঃ আব্দুর রহিম, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর বরিশাল এর উপপরিচালক ডাঃ কানাইলাল কর্মকার, মৎস্য অধিদপ্তর ঢাকা প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, জলাসয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক মোঃ আলিমুজ্জামান চৌধুরীসহ পটুয়াখালী ও বরগুনা জেলার জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থা সমূহের কর্মকর্তাগন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host