৩মাস পর উপজেলা চেয়ারম্যানের বিরূদ্ধে অনাস্থার তদন্ত শুরু

প্রকাশের তারিখ: নভেম্বর ২৬, ২০২০ | ৮:৩৬ অপরাহ্ণ

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে দেয়া অনাস্থার তদন্ত কার্যক্রম শুরু করেছে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আঃ রাজ্জাক।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের অফিস কক্ষে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আঃ রাজ্জাকের উপস্থিতিতে এ তদন্ত কার্যক্রম শুরু হয়। গত ১৭ আগস্ট আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে পরিষদের ১৪ সদস্যের মধ্যে ১২ জন সদস্য কাবিখা টিআর থেকে ৫% উৎকোচ গ্রহন, নিজ কর্মচারীর নামে ভূয়া প্রকল্প দিয়ে টাকা আত্মসাৎ ও নিজের ইচ্ছামাফিক উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনাসহ ১০টি অভিযোগ এনে অনাস্থা প্রদান করেন। গত তিন মাস পরে সেই অনাস্থার তদন্ত কাজ আজ শুরু হয়েছে।

তদন্ত কার্যক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান, পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ৭ ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব অ্যাড. নুরুল ইসলাম, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, শহিদুল ইসলাম মৃধা, হারুন অর রশিদ, মোসাঃ মজিবুন্নেছা (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদের সংরক্ষিত নানী সদস্য নাজমুন নাহার বেগম, সাবিনা ইসলাম ময়না ও নাজমুন্নাহার বেগমসহ পরিষদের ১৪ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দেয়া অনাস্থার তদন্ত করতে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আঃ রাজ্জাক স্যার এসেছিলেন। এর বেশী কিছু বলতে তিনি অনীহা প্রকাশ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host