কাজীরহাটে দালান উঠাতে বাঁধা দিয়ে জোরপূর্বক গাছ কর্তন ! উল্টো থানায় অভিযোগ

প্রকাশের তারিখ: নভেম্বর ২৬, ২০২০ | ১১:১৯ অপরাহ্ণ

রাসেল কবির:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটের ভাষানচর ইউনিয়নের মাঝগ্রামে ৫০টি বিভিন্ন প্রজাতের গাছ কেটে ফেলে উল্টো কাজীরহাট থানায় অভিযোগ করে ক্ষতিগ্রস্থর র্নিমানাধীন বিল্ডিং উঠাতে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মাঝ গ্রামের মৃত মঙ্গল খাঁেনর ছেলে লতিফ খানেঁর জমি থেকে ৫ দিন যাবৎ বিভিন্ন প্রজাতের গাছ মেহগুনী, আম, সুপারী, বাঁশ, গাব গাছ কেটে ফেলে মোস্তফা খাঁন লোকজন দিয়ে। এছাড়া আমার উঠানো বর্তমান নির্মানাধীন বিল্ডিং”র পাশে মাটি খনন করছে মোস্তফা খাঁন তিনি বিল্ডিং করবে। উল্টো আমার বিরুদ্ধে কাজীরহাট থানায় লিখিত অভিযোগ করেছে। ক্ষতিগ্রস্থ লতিফ খাঁন ঘটনা সত্যতা স্বিকার করে বলেন আমার জমির উপর গাছ কেটে ছেলে এবং আমার বিল্ডিং উঠাতে বাধা দিয়েছে কাজীরহাট থানা পুলিশের মাধ্যমে। এ, এস, আই ইয়ার উদ্দিনের সাথে জানতে চাইলে জানায়, প্রতিপক্ষ লিখিত অভিযোগ করেছে এ জন্য কাজ বন্ধ রেখে থানায় আসার জন্য বলেছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host