তজুমদ্দিনে খড়ের গাদার আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ: ডিসেম্বর ১২, ২০২০ | ৭:৪৬ অপরাহ্ণ
আগুন

ভোলা প্রতিনিধি :: খেলতে গিয়ে খড়ের গাদায় আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চরজহিরুদ্দিনের মো. রাহাত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে প্রথম শ্রেণির ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে। গুরুতর আহত অবস্থায় শিশুকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে রাতে সে মারা যায়।

শিশুটির মামা মো. মফিজুল ইসলাম বলেন, রাহাতের বাড়ি মেঘনা নদীর মধ্যে জেগে ওঠা দুর্গম চরজহিরুদ্দিনে। খেলার ছলে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় রাহাত। পরে সেই আগুন ছড়িয়ে পড়লে আর বের হতে পারে না। এলাকাবাসী আগুন নেভানোর পরে দেখে রাহাত আগুনে পুড়ে চিৎকার করছে। পরে গুরুতর আহত অবস্থায় স্পিডবোটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাহাতকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

তজুমদ্দিন থানার পরিদর্শক মো. এনায়েত হোসেন বলেন, নিহত শিশুর পরিবার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host