ইউএপির স্থাপত্য বিভাগের নকশায় বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ

প্রকাশের তারিখ: ডিসেম্বর ১৫, ২০২০ | ৫:০৯ অপরাহ্ণ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্থাপত্য বিভাগের নকশায় বরিশালে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘স্মৃতি ৭১’ ।

বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল শহরে পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতন শিবির, বাঙ্কার, কিলিং-ফিল্ড এবং পার্শ্ববর্তী অঞ্চল সংরক্ষণের জন্য এই সৌধটি নির্মাণ করা হয়েছে।

গত ৮ ডিসেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্মৃতিসৌধ উদ্বোধন করেন।

প্রকল্পটি বরিশাল সিটি কর্পোরেশন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় নির্মিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মৃতিসৌধটি বরিশালের জনগণের জন্য একটি বিশাল তাৎপর্য বহন করে। কারণ এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার সাক্ষ্য দেয়। পাকিস্তান সেনাবাহিনী সেখানে বাঙ্কার, নির্যাতন-কেন্দ্র এবং গণহত্যা কেন্দ্র এবং একটি ছোট সেনানিবাস তৈরি করেছিল।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর দখলদার সেনা ও এর শীর্ষস্থানীয় সহযোগীরা এলাকা ছেড়ে চলে যায়। তাদের অন্য সহযোগীরা একাত্তরের ১৮ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করার পরে স্থানটি ছেড়ে দেয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host