বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্য পাহারায় চরমোনাইয়ের পীরের অনুসারীরা!

প্রকাশের তারিখ: ডিসেম্বর ১৬, ২০২০ | ৯:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :: ইসলামী আন্দোলন এর উদ্যোগে বরিশাল নগরীতে বিজয় দিবসের সমাবেশ ও ‘বিজয় র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরালসহ মন্দিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চরমোনাই পীরের অনুসারীরা।

অনুষ্ঠিত বিজয় দিবসের সমাবেশ ও র‌্যালির সময়টুকুতে অন্য কেউ এসে চলমান ইস্যুর বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরাল ও মন্দির ভাঙচুর করে নাশকতার তৈরি করে ইসলামী আন্দোলনের ওপর দায় চাপাতে না পারে সে জন্যই এই সিদ্বান্ত নেওয়া হয়েছিলো।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কে এম শরীয়তউল্লাহ জানান, চরমোনাই পীরের নির্দেশে ইসলামী আন্দোলনের কর্মীদের সমন্বয়ে তিন শ জনের অধিক স্বেচ্ছাসেবক প্রেস ক্লাবের সমানের বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত ম্যুরাল ও বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে। সমাবেশ শেষে পীরের অনুসারীর যখন নগরী ছাড়ার পরে সেচ্চাসেবকরও ওই সকল প্রতিষ্ঠান এলাকা ছেড়ে এসেছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host