বরগুনায় কিশোর গ্যাংএর হামলায় ১০ম শ্রেণীর স্কুলছাত্র নিহত

প্রকাশের তারিখ: মে ২৬, ২০২০ | ৪:১৪ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার গোলবুনিয়া এলাকায় পায়রা নদীর তীরে ঈদে বেড়াতে গিয়ে কিশোর গ্যাং গ্রুপের হামলায় দশম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার গোলবুনিয়া পর্যটন এলাকায় পায়রা নদীর তীরে তার উপর হামলা করা হয়। এতে গুরুতর আহত হৃদয় (১৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) ভোরে মারা যায়। হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনী চাঁদশী সড়কের বাসিন্দা এবং মো. দেলোয়ার হোসেনের ছেলে। সে বরগুনা টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন বিকেল ৫ টার দিকে নদীর তীরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নয়নের গ্রুপের ১০/১২ জন হৃদয়ের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বরগুনা সদর থানার ওসি আবির হোসেন মোহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িত কিশোরদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host