বাবুগঞ্জে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা কমান্ডার কে লাঞ্ছিত

প্রকাশের তারিখ: ডিসেম্বর ২১, ২০২০ | ৮:৪৩ অপরাহ্ণ

বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বাবুগঞ্জে চাঁদার টাকা না দেয়ায় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আনিচুর রহমান শিকদার কে লাঞ্ছিত করছে। রোববার সকালে বরিশাল বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়ন এর রামপট্টি স্টেশনে এ ঘটনা ঘটে। বাবুগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনিচুর রহমান শিকদার জানান রামপট্টি স্টেশনে ১৪ শতাংশ জমি বায়না করে। এ থেকে স্থানীয় আরব আলী হাওলাদার’র পুত্র সোহেল আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সোহেল বখাটে দালাল, একাধিক মামলার আসামি হিসাবে এলাকায় পরিচিত। চাঁদা দিতে অস্বীকার করায় সোহেল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রবিবার ১৯ ডিসেম্বর সকালে আমাকে লাঞ্ছিত করে পকেটে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আনিচুর রহমান শিকদার। স্থানিয়রা জানান, সোহেল হাওলাদার একজন চিনহীত সন্ত্রাসী। এলাকায় গরিব অসহায় পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে সে। এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, সোহেলে বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host