ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফজিরণ নেসা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের নাজিরপুর নামকস্থানে রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ফজিরণ নেসা হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামের মৃত মানিক মোল্লার স্ত্রী। তিনি কানে কম শুনতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পীযূষ কান্তি হালদার বলেন, ঘটনার সময় ফজিরণ নেসা বাড়ির অনতিদূরে ওই রেল সড়ক দিয়ে হাঁটছিলেন। ওই সময় ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী রাজবাড়ী এক্সপ্রেস নামের ট্রেনটি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।