কুয়াকাটা পৌরসভা নির্বাচন আগামীকাল

প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৭, ২০২০ | ৩:৫০ অপরাহ্ণ

হোসাইান আমির, কুয়াকাটা প্রতিনিধি: সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বিশ্বের অন্যতম স্থান পর্যটন নগরী কুয়াকাটায় অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। তুমুল প্রতিদ্বন্ধিতায় নিয়ে নৌকা ও স্বতন্ত প্রার্থী মধ্যে লড়াই নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

৮১২২ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ পৌরসভায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন উপলক্ষে গতকাল দিনব্যাপী মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে।

এদিকে গতকাল রাত বারোটা থেকেই সকল ধরনের প্রচার প্রচারনা বন্ধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এছাড়া অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পান্নের লক্ষে ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় পর্যবেক্ষক ও দর্শনার্থীদের কাছে কুয়াকাটার হোটেল মোটেলের কক্ষ বরাদ্ধ না দেয়ার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন।

২০১০ সালের ১৯ সেপ্টেম্বর কুয়াকাটাকে পৌরসভায় উন্নীত করা হলেও ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host