বিপদাপন্ন মানুষের পাশে “নিয়ামতি ইউনিয়ন বাসী” ভার্চুয়াল গ্রুপ

প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৭, ২০২০ | ১১:৪৬ অপরাহ্ণ

বরিশাল বাণীঃ

ফেসবুক এখন আর শুধু বন্ধুদের সাথে চ্যাটিং বা ফটোশেয়ারিংয়ের জন্য নয় বরং ফেসবুক থেকে পরিচালিত হচ্ছে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম। এমনই এক মানবিক কার্যক্রম পরিচালিত করে আলোড়ন সৃষ্টি করেছে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়নের “নিয়ামতি ইউনিয়ন বাসী (N.U.B)” নামক ভার্চুয়াল গ্রুপ পেজ।

এই পেজের এ্যাডমিন, মডারেটর, সদস্য এবং সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক প্রবাসী ব্যবসায়ী, নিয়ামতির গর্ব বিশিষ্ট দানবীর মো.শহীদুল ইসলামের আর্থিক সহযোগিতায় গত ২৮ নবেম্বর (শনিবার) বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি সিএনবি কলেজের বঙ্গবন্ধু কর্ণার অডিটোরিয়ামে প্রায় শতাধিক বিপদাপন্ন মানুষের মাঝে খাদ্য সামগ্রী; চাল, ডাল, তেলসহ ৬ আইটেমের খাদ্য বিতরন করা হয়।

খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উৎসাহদাতা ও পরামর্শক, বাকেরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব মো. জয়নাল আবেদীন হাওলাদার। আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম এ্যাডমিন ও জাতীয় অর্থনৈতিক পত্রিকা অর্থকথা’র নির্বাহী সম্পাদক হাফিজ রহমান, এ্যাডমিন প্যানেলের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষক এম. এ. রাজ্জাক আঁকন এবং তৃশা আবেদীন। সংগঠনের প্রতিষ্ঠাতা এ্যাডমিন মামুন হাওলাদারের উপস্থাপনায় সংগঠনের বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।

হাফিজ রহমানের বক্তৃতায় বলেন, দেশের নানা দুর্যোগ, শীতের সময়সহ বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে এ সংগঠন দাড়াতে চায়। মানবিক এ কাজটি নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতার খুবই প্রয়োজন। আপনারা যে কেউ চাইলেই সহযোগিতার হাত বাঁড়াতে পারেন। আপনার সহযোগিতায় বিপদাপন্ন একটি পরিবারের আহার যোগাতে পারে, তাদের মুখে ফোটাতে পারে হাসি।

উল্লেখ্য এবছরের মার্চ মাসে এই ফেসবুক পেজের যাত্রা শুরু হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host