উজিরপুরে আশা এনজিওর ত্রান সামগ্রী হস্তান্তর

প্রকাশের তারিখ: মে ১১, ২০২০ | ৮:৪৫ অপরাহ্ণ
উজিরপুর প্রতিনিধিঃ
দেশব্যাপী করোনা ভাইরাসের কারনে কর্মবিমুখ দিনমজুর ও হতদরিদ্র মানুষদের সহায়তার ধারাবাহিকতায় বরিশালের উজিরপুরে উপজেলা
নির্বাহী কর্মকর্তার কাছে বেসরকারী (এনজিও) আশার পক্ষ থেকে খাদ্য সামগ্রী হস্তানন্তর করা হয়েছে। ১০ মে বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাসের কাছে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন আশার বরিশাল ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আবু খালেদ রাজু, সিনিয়র সহকারী ডিভিশনাল ম্যানেজার মো: ইব্রাহীম হোসেন খান, মো: সুলতান আহাম্মেদ খান, ডিষ্ট্রিক্ট ম্যানেজার মো: হাফিজুর রহমান, উজিরপুর অঞ্চলের আরএমও মো: ইউনুচ আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তৈল ইত্যাদি দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ: রহিম সরদার ও
কোষাধক্ষ্য মিজানুর রহমান রনি প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host