বরিশালে চিকিৎসক-পুলিশ মুখোমুখি ! কর্মসূচী নির্ধারনে চিকিৎসকদের বৈঠক আজ

প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৯, ২০২০ | ১২:০৮ পূর্বাহ্ণ

বরিশাল বাণী :  বরিশাল কোতয়ালী থানার এসআই রিয়াজ এর শাস্তি দাবি ও অযাচিত ভাবে চিকিৎসকদের হয়রানী বন্ধের দাবীতে এবার আন্দোলনে যাচ্ছে চিকিৎসকরা।

ইত:পূর্বে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণের চেষ্টা করে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল শাখা। এরপর কয়েকদিন পেরিয়ে গেলেও বিএমপি কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় কঠোর কর্মসূচীর চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা। এ জন্য আজ মঙ্গলবার জরুরী সভা আয়োজন করেছে বরিশাল বিএমএ।

মানববন্ধন, বিক্ষোভ প্রদর্শন সহ এমনকি কর্মবিরতির মত কঠোর কর্মসূচী ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বরিশাল বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. মাশরেফুল ইসলাম সৈকত।

বরিশাল বিএমএ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন এর আহবানে আজকের জরুরী সভা অনুষ্ঠিত হবে। এ সভায় বিএমএ নেতৃবৃন্দ সহ অন্যান্য চিকিৎসকরাও উপস্থিত থাকবেন বলে বিএমএ সূত্রে জানা গেছে।

 

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host