বরিশালে পুত্রের পিটুনিতে আহত বৃদ্ধ পিতা

প্রকাশের তারিখ: জানুয়ারি ১, ২০২১ | ৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে ধান কাটায় বাধা প্রদান করায় পুত্রের হামলায় পিতা আহত হয়েছে। শুক্রবার (০১-০১-২০২১) সকাল ১০টার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া নয়ানী গ্রামে এই ঘটনা ঘটে। আহত আনসার মো: আলী আকন (৭১) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহত সূত্রে জানাযায়, আনসার আলী আকন’র ছোট ছেলে আবুল কাশেম নান্নু জাল দলিল করে পিতার জমি দখল করে। শুক্রবার উক্ত জমিতে ধান কাটতে গেলে বাঁধা প্রদান করে আনসার আলী। এই পরিপ্রেক্ষিতে আনসার আলীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আবুল কাসেম নান্নু, নাতি ইমরান, স্থানীয় মৃত আ: রাজ্জাক’র পুত্র সাহেদ আলী, রেজাউল, ফেরদাউস সহ তাদের সাঙ্গপাঙ্গরা। এতে আনসার আলী’র মাথা ফেটে রক্তক্ষরণ হয় এবং শরীর বিভিন্ন অঙ্গ জখম হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আনসার আলী’র বড় ছেলে বাবুল আকন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host