সুশাসন প্রতিষ্ঠা করতে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে– লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রকাশের তারিখ: জানুয়ারি ৩, ২০২১ | ৭:৪২ অপরাহ্ণ

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা করতে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। দুর্নীতি সমাজের প্রতিটি ক্ষেত্রে বিপর্যয় ও অবক্ষয়ের সৃষ্টি করছে। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে হবে। এই লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতির কারণে দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকাংশে বাধাগ্রস্থ হচ্ছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ অপরিহার্য।
রবিবার (৩ জানুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজী আফে ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ও বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে “বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে-উন্নত বাংলাদেশ বিনর্মানে মাদক-স্ত্রাস-জঙ্গিবাদ-ঘুষ-দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দাতিতে” আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্র্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ যুগ্ম মহাসচিব ডা. উত্তম কুমার বড়ুয়া বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম প্রধান সমন্বয়ক মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানী সভাপতি মোসতাক আহমেদ, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ূন কবির, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার যুগ্ম সম্পাদক আনন্দ কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা মো. আউয়াল মিয়া, নারী নেত্রী এলিজা রহমান প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host