ঝালকাঠিতে আটো চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ: জানুয়ারি ৫, ২০২১ | ৫:২৫ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার তারুলী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আটো চালক লুৎফর রহমানকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী গোলাম মোস্তফা ও আঃ হাই হাওলাদারদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২২ ডিসেম্বর বিরোধীয় জমির ওপর দিয়ে নিহতের পরিবারের যাতায়াতের রাস্তা পতিপক্ষ জোর পূূর্বক বন্ধ করে দেয়। এ ব্যাপারে জানতে চাইলে প্রতিপক্ষে গোলাম মোস্তফা, আঃ হাই হাওলাদার, আঃ লতিফ হাওলাদরসহ কয়েকজন মিলে স্ত্রী, পুত্র সহ তাকে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করার পরে সেখানেও হামলা চালায় তারা। গত সোমবার আশংকা জনক অবস্থায় বরিশাল হাসপাতালে নেয়া হলে আজ মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই পরিবার মামলার প্রস্ততি নিচ্ছে তারা জানান।

এলাকাবাসি জানান, নিহত লুৎফর রহমান অটোরিক্সা চালিয়ে অতি কষ্টে এক ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অপর ছেলেকে বরিশাল সরকারি কলেজে পড়াতেন। তাকে যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

ঝালকাঠি থানায় ওসি খলিলুর রহমান জানান, ওই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host