সাধারণ ছুটি আর বাড়ছে না

প্রকাশের তারিখ: মে ২৭, ২০২০ | ৭:৪৯ অপরাহ্ণ

দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে ২৬শে মার্চ থেকে চলামান সাধারণ ছুটি ৩০শে মে’র পর আর বাড়ছে না। তবে আগামী ১৫ই জুন পর্যন্ত গণপরিবহন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষরিত প্রজ্ঞাপন কিছুক্ষণ আগে পেয়েছি। ৩০শে মে’র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না। ৩১শে মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলবে। সাধারণ ছুটি না বাড়লেও ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে।

তিনি আরো জানান, গণ জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ধর্মীয় উপাসনালয় খোলা থাকবে।
এক জেলা থেকে অন্য জেলায় যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা বলবত থাকবে।

এদিকে গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরে পরিস্থিতির অবনতি হতে থাকলে ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সাত দফা বাড়িয়ে এই ছুটি ৩০শে মে শেষ হচ্ছে ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host