মঠবাড়িয়ায় ৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

প্রকাশের তারিখ: জানুয়ারি ৫, ২০২১ | ৭:২৯ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে মঠবাড়িয়া বন বিভাগ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সাপলেজা বাজার সংলগ্ন আলতাফ হোসেন মৃধার বাড়ির উঠানে অজগর সাপটি স্থানীয় লোকজন দেখতে পায়। পরে সেনেটারি রিং  ব্যবসায়ী আব্দুল জলিল সাপটিকে ধরে একটি খাঁচায় বন্দি করে রাখেন। মুহুর্তের মধ্যে সাপ ধরার খবর আশপাশে ছড়িয়ে পরলে উৎসাহী লোকজন সাপটিকে দেখতে ভীর জমায়।

মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মো. ফকর উদ্দিন জানান, জলিলের বাড়িতে খাঁচায় বন্দি অজগার সাপটিকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তাদের মাধ্যমে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host