বরিশাল জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লবের দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ: জানুয়ারি ৯, ২০২১ | ৫:৩৮ অপরাহ্ণ

শামীম আহমেদ :: করোনাকালীন সময়ে অসহায় সাধারন মানুষের পাশে থাকা বন্ধু, বরিশাল জেলা (দক্ষিণ) যুবদল সভাপতি ও কেন্দ্রীয় যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বরিশাল কলেজের সাবেক ভিপি, বরিশাল আইনজীবী সমিতির সদস্য এ্যাড.পারভেজ আকন বিপ্লবের দু’দফা জানাযার নামাজ শেষে নিজ বাসার পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৯ জানুয়ারী) সকাল ১১ টায় দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের রাজপথ নগরীর প্রাণকেন্দ্র সদররোডে পারভেজ আকন বিপ্লবের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় জানাযা নামাজে অংশ গ্রহন করেন বরিশাল মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, কেন্দ্রীয় বিএনপি সদস্য সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদ, জেলা দক্ষিন বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি সহ-সাধারন সম্পাদক আনয়ারুল হক তারিন, এ্যাড. আলি হায়দার বাবুল, মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান, মাসুদ হাসান মামুন, মীর জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, সদস্য এ্যাড. লস্কর নুরুল হক, এ্যাড. গোলাম মাসউদ বাবলু, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলসহ সর্বস্থরের মানুষ জানাযার নামাজে শরিক হন।

অপরদিকে দুপুরের জোহরবাদ নিজ এলাকা কাউনিয়া মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাযা নামাজ শেষে আপনজন বন্ধু-বান্ধবসহ দলীয় ও স্থানী এলাকাবাশী সকলেই মিলে পারভেজ আকন বিপ্লবকে নিজস্ব আকন ভিলা পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করেন।

এরপূর্বে বিপ্লবের লাশ সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে শেষ বারের মত দেখার জন্য নিয়ে আসা হয়। তবে এখানে পারিবারিকভাবে লাশের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদনে নিষেধ থাকার কারনে কেহ ফুল ব্যবহার করেনি।

শুক্রবার রাত আড়াইটার দিকে আকন ভিলা নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে প্রথম থেকেই বিপ্লব বরিশাল নগরীর বিভিন্নস্থানে রাতের আধাঁরে ঘুড়ে ঘুড়ে অসহায় মানুষের পাশে খাদ্য-সামগ্রী, চিকিৎসার অক্সিজেন সিলিন্ডার, শীতবস্ত্রসহ যেখানে যার যতটুকু প্রয়োজন ছিল তা নিয়ে পাশে দাড়ানোর চেষ্টা করে গেছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host