বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

প্রকাশের তারিখ: জানুয়ারি ১০, ২০২১ | ৫:৫৯ অপরাহ্ণ

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ হিসেবে ডিজিটাল ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১০ জানুয়ারি) বিকেল ৩ টায় বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে এর উদ্বোধন করেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি পিএসসি। ২৮ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ও ৬৬ ইস্ট বেঙ্গলের পরিচালনায় সেনানিবাসের মাল্টিপারপাস হল চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি একই জায়গায় শেষ হয়। ডিজিটাল ম্যারাথনের উদ্বোধনী দিনে ৫ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়।

এসময় ৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তাসহ ৫ শতাধিক সেনাসদস্য এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান, ব্রিগেডিয়ার জেনারেল জিএম শরিফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল কাজী আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host