নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান বরিশালের কৃতি সন্তান আলী কবীর

প্রকাশের তারিখ: জানুয়ারি ১২, ২০২১ | ৫:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশালের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ এস এম আলী কবীর। সচিব পদমর্যাদা ও এ সংশ্লিষ্ট সুবিধাদিসহ তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ অনুযায়ী আলী কবীর এই নিয়োগ পেয়েছেন।

এই সংক্রান্তে মঙ্গলবার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আলী কবীর বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী ১৪ জানুয়ারি মুজিবুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে।

আগামী ১৫ জানুয়ারি থেকে আলী কবীরের এই নিয়োগ কার্যকর হবে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আলী কবির এই নিয়োগ পেয়েছেন।

এ এস এম আলী কবীর ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ী বরিশাল। তিনি ইংরেজি সাহিত্যে অনার্স ও এমএ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ২০১১ সালে সচিব পদ থেকে অবসরে যান।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host