পিরোজপুর পৌরসভা নির্বাচন : ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৬, ২০২১ | ৬:০১ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি: দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পিরোজপুর পৌরসভায় সকাল ৮ থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে। গণনা চলছে। পিরোজপুরে এই প্রথমবার ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে।

এ পৌরসভায় মেয়র এবং একজন কাউন্সিলর বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর এবং ৩ টি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ভোট হচ্ছে। সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

পিরোজপুর পৌরসভায় ২৬ টি ভোটকেন্দ্রে মোট ৪৫ হাজার ১৮৫ জন ভোটার সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রদান করবেন। তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোট গ্রহনের সাথে সংশ্লিষ্টরা।

এদিকে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host