৪ দফা দাবিতে আন্দোলনে নেমেছে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৭, ২০২১ | ৫:৪২ অপরাহ্ণ

সাব্বি আমিন : ভোলা জেলা প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিনে রবিবার সকাল ১০ টায় ৪ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন ভোলা পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীরা। সরেজমিনে ঘুরে সাধারণ শিক্ষার্থীদের যে ৪ টি দাবি জানা গিয়েছে তা নিম্নরুপ :-
(১) কোন ভাবেই ১ বছর ইয়ার লস মানিনা।
(২) ১ম, ৩য়, ৫ম, ৭ম পর্বের ক্লাস অবিলম্বে শর্ট সিলেবাসের মাধ্যমে শুরু করতে হবে। চলতি সেমিস্টার গুলো অটোপাশ অথভা একমাস ক্লাস করিয়ে শর্ট সিলেবাসের মাধ্যমে পরীক্ষা নিতে হবে।
(৩) বেসরকারি পলিটেকনিক গুলোর সেমিস্টার ফি কমাতে হবে এবং সকল ধরনের অতিরিক্ত ফি বন্ধ করতে হবে।
(৪) ডুয়েট ছাড়া ও আরও পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসনের ব্যাবস্থা করতে হবে।
উক্ত যৌক্তিক দাবি নিয়ে ভোলা- চরফ্যাশন মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা। এক প্রতিক্রিয়ায় সাধারণ শিক্ষার্থীরা বলেন আমরা তো ৭ দিনও ক্লাস করিনি, তারপরও কেনো আমাদের পরীক্ষা নিতে চাচ্ছেন ? পরীক্ষা নিবেন সমেস্যা থাকলেও এখন নেই, তবে একটা কথা না বললেই নয়, এখন পরীক্ষা নেওয়া হলে (৯৫)% পরীক্ষার্থী রেফার্ড তো হবেই আর ইয়ার লসের কোন হিসাব থাকবেনা। এখন যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সারাদেশের সব ডিপ্লোমা শিক্ষার্থীদের অনেক বড় একটা চ্যালেন্জ হয়ে দাঁড়াবে। সকাল ১০ টায় দ্বীর্ঘক্ষন এই আন্দোলন চালিয়ে যান সাধারণ শিক্ষার্থীরা।

এ-সময়ে উপস্থিত ছিলেন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ এর সভাপতি মাহমুদুল হাসান বাপ্পা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ ভোলা পলিটেকনিকের শিক্ষার্থী রমিজ, জয়, রহমত,আওলাদ, সাজ্জাদ, ইউসুফ, লিটন, ফাহিম সহ অনন্য শিক্ষার্থীরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host