“খাজুর রস” :– মোহাম্মদ এমরান

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৯, ২০২১ | ১২:১৩ পূর্বাহ্ণ

“খাজুর রস”

—মোহাম্মদ এমরান,

খুয়ায় ভরা শীতের কালে
পিরান পেচাইয়া গলায় গালে
গাছিয়ার পোলাপান দলে দলে
খাজুর রস নামাইতো বেইন্না কালে।

ধানের ক্ষেতের চুবা অাইলে
খাজুর রসের অাড়ি থুইলে
জিবের লোল পড়তো গইলে
খাইতাম বেবাক্কে কোয়ে ঢাইলে।

বেইন্না রাইতে কলস লইয়া
খাজুর গাছে ওঠতাম বাইয়া
গাছিয়ালের টের পাইয়া
নামতাম ডরে পাও কাপাইয়া।

কোম্পা ডালের পাইপ দিয়া
খাইছি রস কত চুইয়া চুইয়া
লড়ান খাইয়া হুইয়া বইয়া
দৌড়াইছি পিছলা জোতা থুইয়া।

খাজুর রসের চিতই পিডা
শীতে থাহে পইড়া খান্ডা
খাইতে মজা জম্মের মিডা
যেডায় খাইতে কামড়ে ছয়ডা।

এহন অার হেই দিন তো নাই
খাজুর গাছের অাকাল তাই
রসের ঘ্রাণ রসে তো না পাই
রস মনে হইররা চিনি খাই।

রচনাকালঃ ১৮/০১/২০২১।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host