ডিআইজি (ঢাকা রেঞ্জ) হাবিবুর রহমানের সার্বিক পরিচালনায় রাঙ্গালীর চর মোন্তাজে মান্তা সম্প্রদায়ের মাঝে শীত বস্র বিতরণ

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৯, ২০২১ | ৫:০৮ অপরাহ্ণ


মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর সার্বিক পরিচালনায় ১০০ টি পরিবারের ৪ শতাধিক মান্তা সম্প্রদায়ের মাঝে শীত বস্র বিতরণ করেন।
মঙ্গলবার বেলা ১২ টায় রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়নের সুলিজ বাজারে উত্তরন ফাউন্ডেশনের পরিচালক কে,এম মাহফিজুর রহমান। উত্তরন ফাউন্ডেশন এর শীত বস্র বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বার। এ সমায় আরও উপস্থিত ছিলেন উত্তরন অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সদর সার্কেল আহম্মেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার গলাচিপা সদর মোঃ ফারুক হোসেন, রাঙ্গাবালী থানার অফিসার্স ইন চার্জ জগলুল আহসান ও চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হানিফসহ বিভিন্ন পেশার লোকজন।
উল্লেখ, ২০১৪ সালে ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার ও বর্তমান ঢাকা রেন্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) সাভারের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর দ্বারা সংঘটিত নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড দমনে আইনী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মানবিক পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে আবিষ্কার করেন বেদে জনগোষ্ঠী|
বেদে জনগোষ্ঠীকে সাড়ে চারশো বছরের অচ্ছুত ও গ্লানিময় জীবন থেকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে বেদে জনগোষ্ঠীর মুক্তিদূত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর সকল উন্নয়ন কর্মকান্ডে যুক্ত থেকে নিষ্ঠার সাথে চলে কর্মকান্ড চলে আসছে। এছাড়াও বেদে সম্প্রদায়ের জন্য নানা মুখী পদক্ষেপ এর মধ্যে বংশী নদীর তীরে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, মাদরাসা, এতিম খানা, গার্মেন্স কবর স্থান নির্মান করেন।
উত্তরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর সার্বিক প্রচেষ্টা ও বর্তমান সরকারের নানামূখী উদ্যোগে বেদে জনগোষ্ঠী আজ বৈষম্যমুক্ত হয়ে সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে অগ্রসরমান| পিছিয়ে পড়া ‘বেদে জনগোষ্ঠী’র নেতা ও উত্তরণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে রাঙ্গাবালীর চর মোন্তাজে পিছিয়ে পড়া জনগোষ্ট মান্তা সম্প্রদায়ের মাঝে শীত বস্র বিতরণ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host