ভোলায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ: জানুয়ারি ২১, ২০২১ | ১১:৫৮ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন ভোলা প্রতিনিধিঃ
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলায় অসহায়, দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মেঘনাপাড়ের শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল, ই-কোম্পানির অধিনায়ক সেকেন্ড ল্যাফ. মোঃ কামরুজ্জামান, পিইউও মোঃ ফরিদুজ্জামান, পিইউও মোঃ শাহাবুদ্দিন, পিইউও মোঃ ইকবালসহ বিএনসিসি ক্যাডেটগণ। এসময় তারা বলেন, গরীব, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে ২৫ বিএনসিসি ব্যাটালিয়নের ই-কোম্পানির অধীন ভোলা সরকারি কলেজ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, চরফ্যাশন সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে গরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এসময় বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতামূলক মাস্ক বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে ওইসব অসহায় পরিবারের মুখে আনন্দের হাসি দেখা গেছে। তারা বলেন, এই শীতে আমাদেরকে কেউ কোন গরম কাপড় দেয়নি। বিএনসিসির পক্ষ থেকে আমাদেরকে কম্বল দেওয়া হয়েছে। এই কম্বল পেয়ে আমরা আনন্দিত।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host